
ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। নিজেদের
এই অনড় অবস্থানের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পিসিবি।
ঘটনার সূত্রপাত উগ্রবাদীদের চাপের মুখে আইপিএলের দল কলকাতা নাইট
রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। এর জের ধরে
বাংলাদেশ ও ভারতের মধ্যকার
টানাপোড়েন ক্রিকেটের গণ্ডি পেরিয়ে কূটনৈতিক পর্যায়েও পৌঁছেছে।
কেকেআর, আইপিএল কর্তৃপক্ষ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেউই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি। তবে এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বাংলাদেশ।
এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আইসিসিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এই বিষয়ে সিদ্ধান্ত
নিতে আজ গুজরাটের বরোদরায়
বিসিসিআই কর্তাদের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল আইসিসির চেয়ারম্যান জয় শাহর। তবে
বৈঠকটি শেষ পর্যন্ত হয়েছে কি না, তা
প্রতিবেদনের সময় পর্যন্ত জানা যায়নি।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক দায়িত্বশীল সূত্র পাকিস্তানের জিও নিউজকে জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য পাকিস্তানের মাঠগুলো ‘সম্পূর্ণ প্রস্তুত ও সজ্জিত’। শ্রীলঙ্কার ভেন্যু না পাওয়া গেলে বিকল্প হিসেবে পাকিস্তান এগিয়ে আসতে পারে। সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে তারা সফলভাবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে সকলের আস্থা অর্জন করেছে।
পিসিবি দাবি করেছে, আইসিসি চাইলে তারা সহজেই বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করতে সক্ষম। পাকিস্তানের সব ভেন্যুই প্রস্তুত রয়েছে। যদিও পিসিবি এখনও আইসিসিকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি, তবে একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমর্থন করছে।