1 1
মোঃ নজরুল ইসলাম
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারের জন্য ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেবে এনসিপি

যেসব সংসদীয় আসনে এনসিপি প্রার্থী দেয়নি, সেসব এলাকায় গণভোটেহ্যাঁভোটের পক্ষে প্রচার চালানোর জন্যঅ্যাম্বাসেডরবা প্রতিনিধি নিয়োগ দেবে দলটি। দলটির হিসাব অনুযায়ী, সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৭০ আসনে এনসিপির কোনো প্রার্থী নেই।

আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি গণভোটেহ্যাঁভোটকে জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি গ্রহণ করেছে। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছেন, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটেহ্যাঁভোট নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। ওই আসনগুলোয় প্রার্থী নিজেই দলীয় কর্মী, সমর্থক সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রচারণার মূল নেতৃত্ব দেবেন।

এনসিপির কোনো প্রার্থী নেই এমন মোট ২৭০টি আসনে দল থেকে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোয় গণভোটেহ্যাঁভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। তারা স্থানীয় জনগণের কাছে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবংহ্যাঁভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

এই পদ্ধতির মাধ্যমে এনসিপি সারা দেশে একটি সমন্বিত সর্বব্যাপী প্রচার নিশ্চিত করতে চায়, যাতে প্রার্থী থাকা বা না থাকাসব আসনে জনগণের কাছে দলের বার্তা স্পষ্টভাবে পৌঁছানো যায় এবং গণভোটেহ্যাঁভোটের পক্ষে জনমত গড়ে তোলা সম্ভব হয়।

এনসিপির দায়িত্বশীল এক নেতা  বলেন, শিগগিরই দলের পক্ষ থেকে ২৭০ জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধির তালিকা প্রকাশ করা হবে। এই প্রতিনিধিরা গণভোটেহ্যাঁভোটের পক্ষে প্রচারণা চালাবেন। এর ফলে এনসিপি সব আসনে প্রার্থী না দেওয়ার বিষয়টি বলার সুযোগ কমবে বলে তারা মনে করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলটি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না-গণতান্ত্রিক ধারায়

1

রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ: ওপার থেকে ছোড়া গুলিতে আহত শিশু লাইফ

2

ছোট পর্দার ‘হাওয়া’-র পর তুষি আসছেন বড় পর্দায়

3

বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর মদদে হত্যার পরিকল্পনা ক

4

বিড়িতে সুখ টানার মাঝেই দাঁড়িপাল্লায় ভোট চাওয়া: প্রার্থীকে শো

5

অপারেশন থিয়েটারে রান্নার মতো গুরুতর অনিয়ম, দুই নার্স বরখাস্ত

6

মাথায় গুলি, সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে শিশু হুজাইফা

7

কোটি কোটি ভিউ! এই নাটককে ঘিরে এত আলোচনা কেন?

8

তিতাসের পাইপলাইনে ফের দুর্ঘটনা, ঢাকার বিস্তীর্ণ এলাকায় গ্যাস

9

চবি শিক্ষককে হেনস্তার অভিযোগ, চাকসু নেতারা টেনে প্রক্টর অফিস

10

দু–এক দিনের মধ্যে আসন চূড়ান্ত: জামায়াতের সঙ্গে জোটে নাহিদ ই

11

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারের জন্য ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দ

12

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের শীর্ষ নেতৃত্বের আলোচনার আগ্রহ

13

আড়ালে কী ঘটেছিল: তাহসান–রোজার বিচ্ছেদের পেছনের কারণ

14

মনোনয়ন নিশ্চিত: তাসনিম জারা ধন্যবাদ জানালেন লড়াইয়ে অংশ নেওয়া

15

বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান, আগ্রহ প্রকাশ বাংলাদ

16