1 1
মোঃ নজরুল ইসলাম
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়ালে কী ঘটেছিল: তাহসান–রোজার বিচ্ছেদের পেছনের কারণ

ঠিক এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেন, যা সেই সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও টানা কয়েক দিন ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল তাহসানের বিয়ের খবর।

তবে বছর না ঘুরতেই এলো বিচ্ছেদের সংবাদ। গত শনিবার প্রথম আলোকে তাহসান নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমুল প্রেমের পর বিয়ে, তারপর এত দ্রুত সম্পর্কের সমাপ্তি—কী কারণে তা সম্ভব হলো, তা নিয়ে কৌতূহলী ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সময়টা ছিল তুলনামূলকভাবে কম।

জানা গেছে, গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা আলাদা থাকছিলেন। সেই সময় মেলবোর্ন থেকে তাহসান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।

গতকাল তাহসান জানিয়েছেন, ওই সময়েরও আগে থেকেই তাঁরা আলাদা ছিলেন। এরপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি প্রকাশ্যে আর কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, রোজা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। অনেকের ধারণা ছিল, সম্পর্কটি এখনো টিকে আছে। তবে ঘনিষ্ঠজনেরা বলছেন, বাস্তবতা ছিল ভিন্ন।


নাম প্রকাশ না করার শর্তে তাহসান ও রোজার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান আগের তুলনায় অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে চেয়েছিলেন। এজন্যই তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয় থাকেন। সংসারকেই তিনি অগ্রাধিকার দিতে চেয়েছিলেন।

অন্যদিকে, বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়ে যায়। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বলেও ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে।


ঘনিষ্ঠ মহলের ভাষ্যমতে, শুরুতে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও এক পর্যায়ে মতের অমিল প্রকট হয়ে ওঠে। কাউকে দোষারোপ না করে, পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন দুজনই। জানা গেছে, গেল বছরের শেষ দিকে বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে, যার সঙ্গে তিনি নিয়মিত সময় কাটান। ব্যক্তিগত জীবন নিয়ে তাহসান বরাবরই সংযত। বর্তমান পরিস্থিতিতেও তিনি নীরবতাকেই বেছে নিয়েছেন।

ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বিচ্ছেদ হলেও দুজনই বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সামলেছেন। সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা নেই বলেই জানা গেছে। তবে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই; বরং এটি জীবন ও সম্পর্কের বাস্তবতায় ভিন্ন পথে এগোনোর সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতাসের পাইপলাইনে ফের দুর্ঘটনা, ঢাকার বিস্তীর্ণ এলাকায় গ্যাস

1

ছোট পর্দার ‘হাওয়া’-র পর তুষি আসছেন বড় পর্দায়

2

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারের জন্য ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দ

3

রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ: ওপার থেকে ছোড়া গুলিতে আহত শিশু লাইফ

4

কোটি কোটি ভিউ! এই নাটককে ঘিরে এত আলোচনা কেন?

5

অপারেশন থিয়েটারে রান্নার মতো গুরুতর অনিয়ম, দুই নার্স বরখাস্ত

6

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের শীর্ষ নেতৃত্বের আলোচনার আগ্রহ

7

চবি শিক্ষককে হেনস্তার অভিযোগ, চাকসু নেতারা টেনে প্রক্টর অফিস

8

বিড়িতে সুখ টানার মাঝেই দাঁড়িপাল্লায় ভোট চাওয়া: প্রার্থীকে শো

9

দলটি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না-গণতান্ত্রিক ধারায়

10

বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর মদদে হত্যার পরিকল্পনা ক

11

দু–এক দিনের মধ্যে আসন চূড়ান্ত: জামায়াতের সঙ্গে জোটে নাহিদ ই

12

মনোনয়ন নিশ্চিত: তাসনিম জারা ধন্যবাদ জানালেন লড়াইয়ে অংশ নেওয়া

13

আড়ালে কী ঘটেছিল: তাহসান–রোজার বিচ্ছেদের পেছনের কারণ

14

বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান, আগ্রহ প্রকাশ বাংলাদ

15

মাথায় গুলি, সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে শিশু হুজাইফা

16