1 1
নাজিফা তুষি বড় পর্দায় ফিরে আসছেন, তবে ‘হাওয়া’ ছবির সঙ্গে তার নাম জড়ানো ভ্রান্ত ধারণা। তিনি স্পষ্ট করে বলছেন যে, ‘হাওয়া’ তার ছবি নয়। ইতিমধ্যে পাঁচটি সিনেমায় কাজ করেছেন এবং এই বছর আরও একাধিক ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরার পরিকল্পনা রয়েছে।
আলোচিত ‘হাওয়া’ সিনেমার পর নাজিফা তুষিকে নতুনভাবে চিনেছে দর্শক। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের জন্য তিনি তুমুল প্রশংসা পেয়েছিলেন।
তবে সেই ছবির পর দীর্ঘ সময় ধরে বড় পর্দায় দেখা যায়নি তাকে। দর্শকও কৌতূহল প্রকাশ করেছেন, প্রশ্ন করেছেন—কেন এতদিন পর্দায় উপস্থিত হননি তুষি? এই প্রশ্নটি তুষির কাছে স্বাভাবিকই ছিল। তিনি জানান, “অনেক দিন আমার কাজ পর্দায় আসেনি। তবে আমি নিয়মিত কাজ করে গেছি। এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি, তাই দর্শকরা জানতে পারছেন না।”
২০১৫ সালে নির্মাতা রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে লাক্স তারকা নাজিফা তুষির বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘হাওয়া’ ছবিতে নাম লেখাতে তার সাত বছর লেগেছে। এক দশকের ক্যারিয়ারে মাত্র দুটি সিনেমা মুক্তি পেয়েছে।
সিনেমার সংখ্যা কম হওয়ায় অনুরাগীদের মধ্যে আক্ষেপও কম নয়। তুষি অনুরাগীদের সেই আক্ষেপ ঘুচিয়ে এ বছর নিজেকে বড় পর্দায় ফেরার মাধ্যমে প্রমাণ করতে চাইছেন। তিনি বলেন, “হাওয়া করার আগে ভালো কাজের অপেক্ষায় থাকতাম, তাই কম কাজ করেছি। তবে এখন একদমই কম কাজ করছি না।”
হাওয়া’ মুক্তির পর মাস ছয়েক বিরতি নেন নাজিফা তুষি, এরপর তিন বছর ধরে তিনি টানা সিনেমা করছেন। তুষি বলেন, “আমার জীবনে এত টানা কাজ করিনি। ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় পার করছি।”
এর মধ্যে তিনি শুটিং শেষ করেছেন আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি সিনেমার (নাম প্রকাশ করা হয়নি), মেজবাউর রহমান সুমনের রইদ, এবং রায়হান রাফীর আন্ধার সিনেমার। আগামী মার্চে তিনি এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমার শুটিং করবেন। এছাড়াও তিনি আরেকটি সিনেমার শুটিং করছেন, যার নাম ও পরিচালক আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে।
রইদ সিনেমাটি রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ নির্বাচিত হয়েছে এবং উৎসবের পর এই বছর মুক্তির কথা রয়েছে। এর বাইরে আন্ধার, সখী রঙ্গমালা সহ তুষির একাধিক সিনেমা এ বছর বড় পর্দায় দেখা যাবে।
মেজবাউর রহমান সুমনের রইদ সিনেমায় সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমার গল্প সাদু, তার স্ত্রী ও তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। হাজার বছরের পুরোনো লোকজ আখ্যানকে তিনি বর্তমান সময়ের ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছেন।
ভৌতিক সিনেমা আন্ধার-এ তুষি নাদিয়া নামের চরিত্রে অভিনয় করেছেন। শুটিং শেষ হয়ে বর্তমানে সিনেমাটির পোস্ট–প্রোডাকশন কাজ চলছে। সখী রঙ্গমালা সিনেমায় তিনি রঙ্গমালা চরিত্রে অভিনয় করেছেন। বাকি দুই সিনেমার চরিত্রের নাম তিনি এখনও প্রকাশ করেননি।
মন্তব্য করুন